টুঙ্গিপাড়ার ছেলে
গোপালগঞ্জ আমি যে ছুঁয়েছি তোমার পুণ্য মাটি,
মুজিব-ধন্য তোমার মাটি যে এখনো তেমন খাঁটি।
তোমার মাটিতে জন্মানো ছেলে হিরে মানিকের সমান,
জাতিরজনক বিশ্বমানব হয়ে দিয়েছেন প্রমাণ।
কিছু কিছু মাটি এমন থাকে যে সবাই তা ছুঁতে চায়,
কিছু কিছু প্রাণ এমন থাকে যে বিদ্যুৎ চমকায়।
বিদ্যুৎ -শিখা মুজিব ছিল যে তোমার চোখের তারা,
মুক্তিযুদ্ধে তাঁর ডাকতেই সৈনিক হলো খাড়া।
গোপালগঞ্জ –টুঙ্গিপাড়ায় জন্মালো যেই পোলা,
জিমডাঙ্গা স্কুলে পড়া সেই ছেলে জগতকে দিলো দোলা।
সমাজতন্ত্র ও গণতন্ত্রের কামনায় ছিল লড়াই,
সে লড়াইয়ে ছিল নানা সংকট নানা উৎরাই চড়াই।
পাকিস্তানের বাহিনী পুরলো কারাগারে বারে বারে,
কিন্তু অমন আলোকে কেউ কি আটকে রাখতে পারে ?
অযূত মুক্তিযোদ্ধার তেজ দিলো নব সন্দেশ,
ভূগোলের মানচিত্রে উঠল স্বাধীন বাংলাদেশ।
নব উদ্যমে মানুষ গাইল বাংলাভাষার গান,
উন্নয়নের জোয়ার বইল কাজ হলো অফুরান।
পদ্মা মেঘনা যমুনার থেকে ছড়ালো যে কলতান,
জয় দেশনেতা, জাতির জনক মুজিবুর রহমান।
[সাইফুল্লাহ মাহমুদ দুলাল সম্পাদিত আগামী মাসে প্রকাশিতব্য ‘ভারতীয় বাঙালি কবিদের কবিতায় বঙ্গবন্ধু’ সংকলন থেকে।]






এখানে আপনার মন্তব্য রেখে যান