বঙ্গবন্ধু

ভোরের আলো ফোটার আগেই
রক্তের  আবির খেলায়
মেতে উঠেছিল রাজাকারের দল,
নিস্তদ্ধ  রাতের আকাশকে
খান খান করেছিল
অসহায় শিশুর ক্রন্দন।
রেহাই পায়নি সেদিন
আধফোটা ছোট্ট কলিটিও।
তোমার ভালবাসার সোনার বাংলা,
মাঠ,ঘাট,নদী,পাহাড় , সমুদ্র
সবই যে আপনার জন,
কিন্তু, বিশ্বাসঘাতকের বুলেট
ছিনিয়ে  নিয়েছিল তোমায়-
এই বাংলার মাটি থেকে,
কত স্বপ্নের,কত সাধের
বাংলা তোমার,
তুমি যে গো বঙ্গবন্ধু  ,
নিষ্ঠুর বুলেটের গুলিতে ঝাঁঝরা
হয়েছিলে সেদিন,
যেন, ধরণী মায়ের কোলে
তার অসহায় সন্তান।
তারপরেও বলি,যতদিন বাঁচবে বাংলা
ততদিন তুমিও রবে প্রতিটি প্রাণে আর আকাশে বাতাসে,
কারন ,উদত্ত কণ্ঠে তুমিই একদিন
গেয়েছিলে স্বাধীনতার  জয়গান,
দিয়েছিলে মুক্তির স্বাদ।

[সাইফুল্লাহ মাহমুদ দুলাল সম্পাদিত আগামী মাসে প্রকাশিতব্য ‘ভারতীয় বাঙালি কবিদের কবিতায় বঙ্গবন্ধু’ সংকলন থেকে।]


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending