অন্ধকারে জনকের মুখ
আগস্ট শোকের মাস; যদি তুমি রক্তমাংসে হও
প্রকৃত বাঙালি,আমৃত্যু তোমাকে কাঁদতে হবে;যদি
মানবীর গর্ভে জন্ম নাও, তোমাকে কাঁদতেই হবে
দেখো আমরা কেঁদে কেঁদে দিন দিন অন্ধ হয়ে যাচ্ছি
পঞ্চাশ বছর ধরে আমি কাঁদছি,তুমি কাঁদছো;
রাম ও রহিম–এই দুই সহোদর কাঁদতে কাঁদতে
বেদনার্ত আলিঙ্গনে গোমেজকে জড়িয়ে ধরেছে
শ্রাবণের মেঘ থেকে বৃষ্টি নয়, যেন রক্ত ঝরছে।
কী যে মর্মন্তুদ এই দৃশ্য! তা প্রকাশে ভাষাহীন
বর্ণহীন গন্ধহীন স্বয়ং ঈশ্বর কবি– আমি
অতি ক্ষুদ্র শব্দপ্রেমী কবিতার সামান্য নফর
কবিতার হাত ধরে হাঁটতে হাঁটতে এই এত দূরে
কী করে এসেছি– কী রহস্য জাদু আছে তার পিছে?
এ প্রশ্নে উত্তর : তিনি এ বাংলার প্রিয়শ্রেষ্ঠ মুখ।






এখানে আপনার মন্তব্য রেখে যান