পলিপুত্রের প্রতি
একটি চিঠি লিখছি।লিখছি দীর্ঘদিন থেকে কিছু মানুষের নাম।
যারা বেঁচে থাকবে এবং যারা বেঁচে নেই- সকলের
সম্মিলিত বংশতালিকা।
জানি এই তালিকা সম্পূর্ণ নয়।কারও নাম বাদ পড়তে পারে।
যুক্ত হতে পারে নতুন কোনও অচেনা নাম।
তবুও লিখে যাচ্ছি, মাটিদাগে-
লিখছি একটি পুঁথি,
পলিপুত্রের প্রতি।
যে পিতা একটি মুক্তিসংগ্রামের ডাক
দিয়েছিলেন-
যে সন্তানদের হাতে তুলে দিয়েছিলেন
একটি পতাকা-
আমি তারই,
ছায়াকন্যা হয়ে,তার জন্যে নিবেদন করে যাচ্ছি ভালোবাসা-
ফুল,প্রদীপ,প্রান্তর। একদিন এই ভূমি সমৃদ্ধ হবে
নতুন রঙে রঙে-
এই প্রত্যাশায় ধরে রাখছি হাতের কলম।






এখানে আপনার মন্তব্য রেখে যান