তিনি ইতিহাসে অনিঃশেষ
দলিত মথিত মাটির দলাও শিল্প হয়
জেগে ওঠে কৃষ্ণাবক্ষের নিগূড় অর্থ,
প্রার্থনায় নত হয় অবনত হয় মানুষের নতজানু মুহূর্তসমূহ,
বৃত্তাবদ্ধ সৃষ্টি কখনও কখনও জন্মায়নের সীমাভেদ করে
শিরদাঁড়া উর্ধ্বমুখি হয় ইতিহাসের আকাশ ফুঁড়ে,
তিনি তেমন-ই এক অত্যাশ্চর্য জন্ম-মৃত্যুর
জ্যোতিষ পঞ্জিকা,
আমরা বার বার খুলে-খুলে পাঠ করি
আমাদের ভাগ্যলিপি, তিনি দলিত মথিত হলেও
লীন-বিলীন কখন-ই হয়নি তাঁর নাম,
তিনি বেঁচে থেকে যাচ্ছেন কিশোর বালকটির
উদ্ধত হাতের তর্জনী আঙ্গুলের জয় বাংলা
স্লোগানের শেষ ধ্বনির প্রকম্পনে…






এখানে আপনার মন্তব্য রেখে যান