৩২ নাম্বার বাড়ি
অকস্মাৎ ৩২ নাম্বার বাড়িটি
ব্ল্যাকহোলে পড়েছিল স্মৃতিময় নক্ষত্রের মতো
সবাই ভেবেছিল চিরতরে হারিয়ে যাবে তাণ্ডবে
কিন্তু না,এই ভগ্নাংশজুড়ে শ্রদ্ধা আর অশ্রু জমা
হতে দেখে নিজেকে একটু শক্ত করে বেঁধে নেই সময়ের সাথে
জমায়িত অশ্রুজল সুনামি হবে একদিন…
লেখা হচ্ছে নীরব সংবাদ ধ্বংস স্তূপের প্রতিটি ইটে
পায়ে দলা ঘাসের নতুন ডগায় চিকচিক করে উন্মেষ
সেই পুড়ে যাওয়া কাঁঠাল গাছটিও পুনর্জন্মে বিভোর
একবুক আশা নিয়ে ভাবে এই দুঃসময়ও চলে যাবে,
পল্লবে, ফলে ভরে উঠবে প্রতিটি প্রশাখায়
সাথে পক্ষীকুল গেয়ে যাবে মুক্তির গান …
প্রকৃতির সাথে আমরাও আশান্বিত হই
আঘাতের ক্ষতগুলো শুকনোর আগে হাড়ে শাণ দেই ।
ধানমন্ডি ৩২ নাম্বার
আমাদের স্বাধীনতার সুতিকাদ্বার ,
আমরা সেই বাঙালি ৭১ বুকে নিয়ে
বিস্মৃতির অতল থেকে টেনে এনে আবার
ইতিহাসের সুউচ্চ শৃঙ্গে প্রতিস্থাপন করবো স্মৃতির মিনার ।






এখানে আপনার মন্তব্য রেখে যান