পিতা এক বিমূর্ত কবিতা
(বিনম্র শ্রদ্ধা ও শোক)
ছায়ার গভীর থেকে উঠে আসে চিরন্তন আলোর আঙুল
মহা-প্রাণ হাতে নেয় স্বদেশের প্রেম উপাখ্যান।
মুক্তির মিছিলে
সত্তার অপরূপ সৌন্দর্য দর্শনে
অস্তিত্বের সুদৃঢ় বন্ধনে
ঐতিহ্যের সহজ ও সুন্দরম আয়োজনে এক হয়
চাষা, চামার, মুটে, মজুর, মেথর, কুলি, কামার
ছোট-বড় ও ধর্মের বিভেদ…
স্বাধীনতা রক্তে লিখে তারকাখচিত নাম, বাংলাদেশ।
নির্যাতিত অধরে হাসি গণতন্ত্র যার পরিণাম…
তারপরও ক্ষরণের কালো থাবা…
ক্রন্দন…ক্রন্দন…কারবালা…কারবালা
বুঝেনি মুঢ়ের দল, হটকারি প্রবঞ্চক
আগাছার বাড়ন্ত সৌষ্ঠব
অস্তিত্বের রোয়াওঠা বিভঙ্গ আঙিনায়
বিষধর সাপ, বিষাক্ত বিছার আলোড়ন…
হে- অনার্য-পিতা
আপনার বাস সেতো
মানবতার দলিত হৃদয়ে
মুঠোতে আলোর ঘ্রাণ, চোখে নির্মাণের নেশা
হৃদয়ে জারিত হবে প্রাকৃত সংগ্রামের মিথ
জনগনমন জাগানিয়া কবিতার বিমূর্ত ভাষণ।






এখানে আপনার মন্তব্য রেখে যান