বাংলা নামের আখ্যান
বাংলার আকাশে তার নাম এক অনিঃশেষ নীললিপি,
নক্ষত্রের গায়ে লেখা অগ্নিঅক্ষরে মুক্তির বৃত্তান্ত।
প্রতিটি বাতাসে সেই নামের গোপন মন্ত্র,
নিঃশ্বাসের ভেতরেও জ্বালিয়ে রাখে প্রভাতের সূর্য।
বর্ষার প্রথম বৃষ্টিতে, শিউলির শেষ পতনে,
শীতের কোমল কুয়াশায় লেখা আছে এই নাম
মাটির প্রতিটি দানায় তার পদধ্বনির উষ্ণতা,
যেন শিকড়ে লুকিয়ে থাকা প্রাচীন বজ্রনাদ।
বিশ্ববাঙালীর হৃদয়ে এক অমলিন দীপশিখা,
সে নাম মুছে যাবার নয়, অন্ধকারেও অবিচল।
কে পারে তাকে নিঃশেষ করতে ইতিহাস থেকে?
সে নিজেই চিরন্তন বাংলা নামের আখ্যান ।






এখানে আপনার মন্তব্য রেখে যান