আজ পনেরোই আগস্ট

দোহাই পনেরো আগস্টের সুবহে সাদিকের আলোর বিচ্ছুরণ,
দোহাই মহাকাল,
দোহাই মহাপরিক্রম সময়ের নিরবচ্ছিন্ন গতি,
দোহাই উড়ন্ত পাখি, ফুটন্ত ফুল, ঝুলন্ত অর্কিড।
দোহাই পদ্মার ইলিশ, সুরমার আইড়,
কংসের গাঙচিল,কর্ণফুলীর দুরন্ত ডলফিন।
দোহাই হেমন্তের সোনাঝরা ধানক্ষেত,
শীতের পিঠেপুলি, মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা।
মুক্তিযোদ্ধাদের মান্ধাতা আমলের গাঁদা বন্দুক,
থ্রি নট থ্রি রাইফেল।
রমনার বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান,
টি এস সি’র চত্বর।
ষোলই ডিসেম্বর, একুশে ফেব্রুয়ারি, পঁচিশে মার্চ।
পবিত্র সংসদভবন, অনর্ঘ সংবিধান,
জাতীয় স্মৃতিসৌধ, শহিদ মিনার।
মসজিদ মন্দির গির্জা প্যাগোডা।
ষোল কোটি বাঙালি।
অদ্যবদি লেখা সমস্ত বাংলা সাহিত্যকর্ম,
বইমেলার নন্দিত স্টল, বাংলা বর্ণমালা।
ত্রিশলক্ষ শহীদের আত্মাহুতি, বোনদের সম্ভ্রম।
সাত সমুদ্র তেরো নদী, আকাশ পাতাল,অন্তরীক্ষ,
চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৌরমণ্ডল, নভোমণ্ডল।
বত্রিশ নম্বর, সেই সিঁড়ি, কালো চশমা,
তর্জনী মধ্যমার ফাঁকে গলে চিরচেনা পাইপ।
চেক লুঙি, সাদা পাঞ্জাবি,
অতঃপর পবিত্র শোনিতেরধারা…
আগস্টের প্রথম প্রহরে স্থব্দ হয় স্থবির হও,
মিনিটের জন্য ধরে রাখো শ্বাস,
হৃদয় সঞ্জীবনী স্পন্দন।
নতজানু হও,
হৃদয় থেকে উথলে উঠুক সমস্ত শ্রদ্ধা ভালোবাসা
জনকের বিদেহী আত্মার মাগফিরাত 
আজ পনেরোই আগস্ট বাঙালির শোকের উপাখ্যান
জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান…


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending