সোনার দেশের সোনার ছেলে
টুঙ্গি পাড়ায় একটি ছেলের জন্ম হলো।
তার পরে কী?
তার পরে কী? বলো বলো।
সেই ছেলেটির আকাশ ছোঁয়ার ইচ্ছে হলো।
স্বপ্নভরা দু’চোখ ছিলো ঝলোমলো।
তার পরে কী?
তার পরে সে পদে পদে বাধা পেলো।
তার পরে কী?
স্বপ্নটা তার উবে গেলো?
ধীরে ধীরে বুঝতে শেখে
পাক শাসনের ধরন-ধারণ,
হাতের মুঠি শক্ত হলো
মানতো না সে কোনো বারণ।
সেই ছেলেটি তুল্লো দাবি ছয় দফা
পাক শাসকের দম্ভ হলো রফাদফা।
সেই ছেলেটি বাঁধ না মানা
ছিলো ভীষণ স্বাধীনচেতা,
মুক্তিকামী বাঙালিদের
ওঠলো হয়ে মহান নেতা।
উনসত্তরে তুললো জোয়ার
সত্তরে হয় ভোটাভুটি,
পাক শাসনের ভিত্তি নড়ে
ভুট্টোরা খায় লুটোপুটি।
সেই ছেলেটি ওঠলো ক্ষেপে রেসকোর্সের মাঠে,
একাত্তরের সাতই মার্চে ভাঙলো হাঁড়ি হাটে;
“এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”।
সাড়ে সাত কোটি ফুলকি ছুটে
আকাশ করে লাল,
সেদিন থেকেই রাখলো গোনে
স্বাধীনতার সাল।
বজ্রকঠিন আওয়াজ শুনে
নড়লো পাকের টনক,
বুঝতে পারে শেখ মুজিবুর
বাঙালি জাতির জনক।
সেই ছেলেটির স্বপ্ন শেষে
সত্যি হলো।
তার পরে কী? বলো বলো।
বিশ্ব জানে তার পরে কী?
যে ইতিহাস সৃষ্টি হলো,
জয় বাংলা জয় বঙ্গবন্ধু
জাতির জনক সত্যি হলো।
তার পরে কী?
তার পরে কী? বলো বলো?
টুঙ্গি পাড়ার সেই ছেলেটি বাংলাদেশের হৃদয় জুড়ে
লাল সবুজের ঐ পতাকা ঊর্ধ্বে ধরে গগণ ফুঁড়ে






এখানে আপনার মন্তব্য রেখে যান