বঙ্গবন্ধু
জ্ঞান ও ন্যায়ে দীপ্ত তাঁর অমলিন মহিমা,
তিনি বঙ্গবন্ধু, যিনি সকলের ঊর্ধ্বে দীপ্তিমান।
তিনি দিকপাল, এক অম্লান নক্ষত্র,
স্বাধীনতার অমোঘ বীর, অনন্য এক মহান প্রতীক ।
তাঁর আকাশছোঁয়া স্বাধীনতার স্বপ্নের বীজ,
প্রতিটি প্রাণবন্ত বাঙালির হৃদয়ে বপন হয়েছে,
যেন হয়ে উঠেছে তাঁদের মুক্তির তাবিজ,
স্বপ্নের মাটিতে শিকড় গেঁথে থাকা অনবদ্য শক্তির উপমা।
তিনি বাঙালির চেতনা, বাঙালি সংস্কৃতি্র অদম্য প্রেরণা,
বিশ্ব দরবারে উজ্জ্বল করেছেন আমাদের অহংকার,
গড়েছেন এক নতুন দেশ,
বাংলাদেশ, পদ্মার নাড়িতে এক স্বপ্নের মানচিত্র।
উপহার দিয়েছেন নতুন দেশ, নতুন প্রজন্ম,
যারা মাথা উঁচু করে উচ্চারণ করে, “আমরা বাঙালি,
আমাদের বাংলা ভাষা অমর, অক্ষয়, ধন্য।”
তাঁরা একসাথে গায়,
“আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,”
বাংলার মাটি, বাংলার হাওয়া,
বাংলার জলে জেগে ওঠে প্রকৃত বাংলাদেশি আত্মা।
হে বঙ্গবন্ধু, সোনার অক্ষরে লেখা থাকবে তোমার
জীবন দর্শন, তোমার অগ্নিময় সংগ্রাম;
হে সমগ্র জাতির পিতা, তুমি ধন্য, লহ প্রণাম।






এখানে আপনার মন্তব্য রেখে যান