নীলাঞ্জন চট্টোপাধ্যায়
মহালয়ার ভোরে রেডিও তে, মানে বেতারে মহিষাসুর মর্দিনী প্রোগ্রাম শুনছি শৈশব কাল থেকেই । বাড়িতে একটি রেডিও সেট ছিল ফিলিপস কোম্পানি এর , তাতেই শুনতাম। পাছে মিস্ না হয়ে যায় তাই এলার্ম ঘড়িতে এলার্ম দিয়ে শুতাম । মা এবং আমরা দুই ভাই বোন । মহিষামর্দিনী আলেখ্য টির রচয়িতা বানী কুমার , মূল স্তত্র পাঠ ও চন্ডি পাঠ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র , যাঁর কন্ঠস্বর ও স্বর ক্ষেপণ এর জাদুতে আমরা উত্তেজিত ও মোহিত হয়ে থাকতাম এবং গান গুলির সুরারোপন পঙ্কজ কুমার মল্লিক এই ত্রয়ী এবং এক গ্যালাক্সি সঙ্গীত শিল্পীরা থাকতেন। বাজলো তোমার আলোর বেনু ও নমো চন্ডি এই গান দুটি এই ৬৪ বৎসর বয়সেও অন্ত শ্রবণে শুনতে পাই। এর সঙ্গে আছে : রূপং দেহি, জয় ং দেহি , যশো দেহি , দ্বিষ জহি এর বার বার আবৃত্তি। মহালয়ার দিন স্কুলে ছুটি থাকতো না ( আমি ব্রাহ্ম সমাজ এর স্কুলে পড়তাম ) , তাই মহালয়া শুনে জলখাবার খেতে স্কুল এর দিকে রওয়ানা হতাম । অন্যান্য বন্ধু দের জিজ্ঞাসা করতাম , কে কে মহালয়া শুনেছে ! তবে এও বলতে হয় , যবে থেকে TV show তে মহালয়া এসেছে , আকর্ষণ কমেছে । নিগূঢ় শ্রবণ ও কল্পনার যে দীপ্তি , রেডিও প্রোগ্রাম এ পেতাম , তা টিভি তে কৈ? তা ছাড়া গ্রামোফোন কোম্পানি মহালয়ার অনুষ্ঠান ডিস্ক এ প্রকাশ করে দেওয়ার জন্য ঐ বিশেষ দিনের জন্য অপেক্ষা করে থাকতে হয় না । এটাকে লাভ বলতে চাই না , বরং ক্ষতি! পরিশেষে একটি সমীকরণ দিয়ে লেখাটিতে ইতি টানি: Demon Killer = Mirra Alfassa = Mother Chandi ( = 118) , সমীকরণ এর মধ্যে দিয়ে মনের ভাব প্রকাশের খেলা আমার ভালই লাগে। অংকের স্পর্শে সত্যের প্রকাশ , এই বেশ !






এখানে আপনার মন্তব্য রেখে যান