নীলাঞ্জন চট্টোপাধ্যায়

মহালয়ার ভোরে রেডিও তে, মানে বেতারে মহিষাসুর মর্দিনী প্রোগ্রাম শুনছি শৈশব কাল থেকেই । বাড়িতে একটি রেডিও সেট ছিল ফিলিপস কোম্পানি এর , তাতেই শুনতাম। পাছে মিস্ না হয়ে যায় তাই এলার্ম ঘড়িতে এলার্ম দিয়ে শুতাম । মা এবং আমরা দুই ভাই বোন । মহিষামর্দিনী আলেখ্য টির রচয়িতা বানী কুমার , মূল স্তত্র পাঠ ও চন্ডি পাঠ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র , যাঁর কন্ঠস্বর ও স্বর ক্ষেপণ এর জাদুতে আমরা উত্তেজিত ও মোহিত হয়ে থাকতাম এবং গান গুলির সুরারোপন পঙ্কজ কুমার মল্লিক এই ত্রয়ী এবং এক গ্যালাক্সি সঙ্গীত শিল্পীরা থাকতেন। বাজলো তোমার আলোর বেনুনমো চন্ডি এই গান দুটি এই ৬৪ বৎসর বয়সেও অন্ত শ্রবণে শুনতে পাই। এর সঙ্গে আছে : রূপং দেহি, জয় ং দেহি , যশো দেহি , দ্বিষ জহি এর বার বার আবৃত্তি। মহালয়ার দিন স্কুলে ছুটি থাকতো না ( আমি ব্রাহ্ম সমাজ এর স্কুলে পড়তাম ) , তাই মহালয়া শুনে জলখাবার খেতে স্কুল এর দিকে রওয়ানা হতাম । অন্যান্য বন্ধু দের জিজ্ঞাসা করতাম , কে কে মহালয়া শুনেছে ! তবে এও বলতে হয় , যবে থেকে TV show তে মহালয়া এসেছে , আকর্ষণ কমেছে । নিগূঢ় শ্রবণ ও কল্পনার যে দীপ্তি , রেডিও প্রোগ্রাম এ পেতাম , তা টিভি তে কৈ? তা ছাড়া গ্রামোফোন কোম্পানি মহালয়ার অনুষ্ঠান ডিস্ক এ প্রকাশ করে দেওয়ার জন্য ঐ বিশেষ দিনের জন্য অপেক্ষা করে থাকতে হয় না । এটাকে লাভ বলতে চাই না , বরং ক্ষতি! পরিশেষে একটি সমীকরণ দিয়ে লেখাটিতে ইতি টানি: Demon Killer = Mirra Alfassa = Mother Chandi ( = 118) , সমীকরণ এর মধ্যে দিয়ে মনের ভাব প্রকাশের খেলা আমার ভালই লাগে। অংকের স্পর্শে সত্যের প্রকাশ , এই বেশ !


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending