অরণ্যের বাসস্টেন্ড
আমার ধারণা দূরে কোথাও বৃষ্টি
হয়ত দেশে
নয়ত বিদেশে
অচেনা কোনওখানে
উদরপূর্তি কোন অরন্যে
উদ্ভান্ত একা এক বাসস্ট্যান্ডে
পুর্নজন্মে
প্রেমে পড়ার মত সৌন্দর্যে
খালি পায়ে হেটে গেছে যে তরুণী
দুপুরবেলার রোদে অঝোর ধারায়
বন্ধু যেমন মাতাল
তেমন আশায় হয়ত
পৃথিবীর বাইরে কোথাও বৃষ্টি হবে!






এখানে আপনার মন্তব্য রেখে যান