নারী
নারী, পুরুষ কি দেবতা সমতুল্য!
তবে নৈবেদ্য ভেবে কেন উৎসর্গীকৃত করা হয় তোমাকে?
নারী, তুমি কি মেনে নেয়া আর মানিয়ে নেয়া গল্পের মূল প্রতিপাদ্য?
তবে কেন –
তোমার নামে অসুর নিধন করতে গিয়ে –
অসুর ও গেয়ে উঠে বিকৃত কোরাস!
নারী-
দাবি আদায়ে যদি হও সোচ্চার তবে কেন বলা হয় তোমায় সৈরাচার?
নারী –
অধিকার আর অনধিকার চর্চা যখন চিহ্নিত করা হয়-
তবে কেন বলা হয় নারীবাদী হুঙ্কার!
বলো কথা-
যা তোমার লুকোনো ব্যাথা।
জাগ্রত হও,
অবনত মস্তকে কেবল স্রস্টার জয়গান,
আরোপিত বলয় –
ভেঙ্গে দাও –
বিশ্বব্রহ্মাণ্ডে আছে তোমার সুদৃঢ় অধিকার।
হরণ করো যদি না হয় প্রাপ্তির অধিকার।
জাগো নারী।






এখানে আপনার মন্তব্য রেখে যান