এক গুচ্ছ ধান
১.
ঘাস ছিলো আমাদের যাতায়াতের পথে বিছানো
অনেকগুলো দীর্ঘশ্বাস পাড়ি দিয়ে দেখি
আমরা হেঁটে চলেছি সমান্তরাল রাস্তায়
আমাদের আর কোনোদিন দেখা হবেনা
২.
মেঘমালা
পাহার
নদী
উপমা গুলো হারিয়ে যায়
যখন তোমার হারিয়ে যাওয়া ভাবি
৩.
দূরে সমুন্দর
ভাঙা ঢেউ
মাস্তুলে নোনা গান
আরও অনেক নোনা সমুদ্র পার হয়ে
যেদিন দেখা হবে
তখন হয়তো ভাটার টান
জাহাজ ঘাটায় বাড়ি ফেরার সময়
৪.
জলছবি আঁকা ছিলো
অথবা ঘষটানো আধূলির ছবি
স্বাক্ষর রেখেছিলাম
পাহাড়ি উপত্যকায়
যারা ভিজতে ভালোবাসে তারা জানে
কুইনাইন কতটা তেতো
তলপেটে ব্যাথা নিয়ে
হেঁটে যেতে হয় মৃত্যু বা
পুনর্জন্ম পর্যন্ত






এখানে আপনার মন্তব্য রেখে যান