একটি কবিতা
জল ভেঙে ডাঙা উঠে এলো
ডাঙা মানে বনথান
মহীরুহ কিচিরমিচিরে নিঝুম
শীতকাতুরে ঘাসের গায়ে
আশ্বিন শাদা
আমাদের ভাঙাচোরা যতকিছু
মৈপীঠ কৈকালী ঝড়খালী নুন মাটি মুখ
নেবে যাওয়া কুমীরের মতো
চোখ ছেড়ে যায় মুখশ্রী তেমন
নেশা নামে জলকে চল
আমৃত্যু দুলুনি
ফোনের ওপাশে নিঃশ্বাস শ্রবণ ভিজিয়ে দেয়
এই তো আমি বলে
অস্থির হরিণী শিঙ ছুঁড়ে ছলাৎ
এতটা কাছে থেকে দূর মেপে দেখি
নিকষ কালো নিয়ে শুয়ে আছে
সম্ভ্রান্ত সময়
জলের ধুধু ভেঙে ডাঙা উঠে এসে
সুর করে কাঁদে জঙ্গুলে
ঝিঁঝিঁ ডাকে অনর্গল






এখানে আপনার মন্তব্য রেখে যান