অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম: এক আলোকিত প্রজ্ঞার নাম

ফারুক আহমেদ রনি, আবদুল গাফফার চৌধুরী ও সৈয়দ মনজুরুল ইসলাম (শিকড় প্রকাশনা অনুষ্ঠান- ১৯৯৮, লন্ডন)

বাংলাদেশের সাহিত্য, গবেষণা ও চিন্তাচর্চার আকাশে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এক দীপ্ত নক্ষত্রের নাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সম্মানিত অধ্যাপক, একজন প্রাজ্ঞ গবেষক, কথাসাহিত্যিক ও প্রবন্ধকার। শিক্ষা, সংস্কৃতি ও মানবিকতার প্রতি তাঁর অঙ্গীকার তাঁকে আমাদের সময়ের এক উজ্জ্বল আলোকবর্তিকায় পরিণত করেছে।
তাঁর রচনায় আমরা পাই মানুষ ও সমাজের গভীর অন্তর্দৃষ্টি, দেশপ্রেম, সংস্কৃতিচেতনা ও মানবতার বুননে গাঁথা এক নান্দনিক শিল্পরূপ। তিনি কেবল লেখক নন, একজন চিন্তাশিল্পী, যিনি পাঠককে ভাবতে শেখান, অনুভব করতে শেখান।

অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম শিকড় সাহিত্য পত্রিকার একজন অভিভাবক ও উপদেষ্টা হিসেবে শুরু থেকেই যুক্ত আছেন। ১৯৯৮ সালে লন্ডনে শিকড়ের অভিষেক অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন শিকড়ের আরেক উপদেষ্টা, প্রয়াত প্রখ্যাত সাহিত্যিক ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী। তাঁদের উপস্থিতিতে শিকড় পত্রিকার যাত্রা শুরু হয়েছিল এক উজ্জ্বল সাহিত্যিক প্রেরণার মধ্য দিয়ে, যা প্রবাসে বাংলা সাহিত্যচর্চাকে নতুন আলোর পথে এগিয়ে দেয়।

সম্প্রতি অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। শিকড় পরিবার ও সকল লেখক, কবি সাহিত্যিকদের পক্ষ থেকে আন্তরিক প্রার্থনা ও তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি- আল্লাহ তায়ালা যেন তাঁকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। তাঁর জ্ঞানের আলো, মানবিকতার বাণী ও সাহিত্যিক দীপ্তি যেন আরও বহুদিন আমাদের পথ দেখায়…।

ফারুক আহমেদ রনি
সম্পাদক

শিকড় সাহিত্য পরিবার


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending