অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের প্রয়াণে শিকড় সাহিত্য পরিবার গভীরভাবে শোকার্ত ও শ্রদ্ধাবনত। তাঁর প্রজ্ঞা, সাহিত্যচেতনা ও মানবিকতার আলো আমাদের পথচলার চিরন্তন প্রেরণা হয়ে থাকবে।

— শিকড় সাহিত্য পরিবার

বাংলা সাহিত্য ও মননের আকাশে আজ গভীর শোকের নীরবতা। আমাদের প্রিয় অভিভাবক, শিকড় সাহিত্য পত্রিকার অন্যতম উপদেষ্টা, প্রখ্যাত সাহিত্যিক ও প্রাজ্ঞ চিন্তাবিদ অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম আর আমাদের মাঝে নেই। তাঁর প্রয়াণে আমরা হারালাম এক অমূল্য প্রজ্ঞার উৎস, এক আলোকিত মন, যিনি শিক্ষা, সাহিত্য ও মানবিকতার জগৎকে সমৃদ্ধ করেছেন নিজের মেধা ও মননের দীপ্তিতে।

অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব যাঁর চিন্তা ও লেখনীতে মিলেমিশে আছে বাঙালির সাংস্কৃতিক উত্তরাধিকার, মানবতার বোধ এবং বিশ্বদৃষ্টির প্রশস্ততা। তাঁর সাহিত্যকর্মে আমরা পেয়েছি মানুষের অন্তর্জগতের অনুরণন, সময়ের সাক্ষ্য ও জীবনবোধের এক অনন্য সংলাপ।

১৯৯৮ সালে লন্ডনে শিকড় সাহিত্য পত্রিকার অভিষেক অনুষ্ঠানে তাঁর উপস্থিতি আমাদের সাহিত্যযাত্রাকে এক নতুন উদ্দীপনা ও প্রেরণায় ভরিয়ে দিয়েছিল। সেই ঐতিহাসিক অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শিকড়ের আরেক উপদেষ্টা, কিংবদন্তি সাহিত্যিক ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী। তাঁদের দুজনের সান্নিধ্যেই শিকড়ের প্রথম অধ্যায় শুরু হয়েছিল এক গর্বিত আলোয়।

বিগত বছরগুলোতে শিকড়ের প্রতিটি পদক্ষেপে তাঁর আন্তরিক দিকনির্দেশনা ও সাহিত্যিক প্রেরণা ছিল আমাদের পথচলার অবিচ্ছেদ্য অংশ। আসন্ন শিকড়ের ২৫ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে লন্ডনে আয়োজিত অনুষ্ঠানে তাঁর উপস্থিতির কথা ছিল—আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম তাঁর উজ্জ্বল উপস্থিতির জন্য। কিন্তু নির্মম নিয়তি আমাদের সেই আনন্দমুহূর্তকে বিষণ্ন করে তুলেছে। তিনি রয়ে গেলেন না শরীরে, অথচ তাঁর আলো আজও আমাদের চারপাশে ছড়িয়ে আছে নীরবে।

শিকড় সাহিত্য পরিবার শ্রদ্ধাভরে প্রার্থনা করছে, স্রষ্টা যেন এই মহান মানুষটিকে চিরশান্তিতে রাখেন। তাঁর রেখে যাওয়া আলো ও চিন্তার উত্তরাধিকার আমাদের সাহিত্যযাত্রায় চিরকাল পথনির্দেশনা হয়ে থাকুক।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending