আত্মগত
নিদ্রাকে চুমু দাও
ও তোমাকে প্রশান্ত রাখে
নিরপেক্ষ স্বপ্ন
ওগুলো মনে করো
দিনের আলোয় শুকিয়ে নিও ভেজা চোখ
গুটিপোকার মতো জীবনের ডানা ওড়াও
সুখ তোমাকে ছুঁতে আসছে
অলঙ্কারে ভর করো
পলায়নপর দুঃখের দিকে তাকিও না
ওখানে উত্তরাঞ্চলের ধুলো
হয়োনা ফারাক্কা বাঁধ
লোভের একচেটিয়া উদ্যত্ত ভাঙো
তোমার কোনো ভয় নেই
মেঘে ভাসাও ইচ্ছা
হৃদয় একটা তারা
নিজেকে চুমু দাও
ও তোমার দিকে চেয়ে আছে






এখানে আপনার মন্তব্য রেখে যান