পাখি -৫
মা
প্রকৃতির নিয়মে দেহের গরম ভাগ করে নেয় দম্পতি
কুটিরে কুজনে দুটি পাখি।
গর্ভসঞ্চার,ডিম,তা দেওয়া
জন্ম দ্যায় ছানাদের।
বাবা মা আগলে রাখে ছানাদের
পোকামাকড় ধরে এনে খাওয়ায়, একদিন ডানা গজায়
তারপর সব সম্পর্ক ছিন্ন করে সঙ্গীর খোঁজে উড়ে যায়
পাখিদের সম্পর্ক ও সম্পদের চোরা টান নেই…
বৃদ্ধাশ্রম নেই, স্কুল কলেজ চাকরি নেই, ধর্ষণ নেই
খুন আছে,চোরাশিকারী আছে , মৃত্যু সুলভ এখানে।
পাখি মানুষ!
তারা পরিযায়ী পয়ার!
যেদিকে মেলাও
অন্ত্যমিল খুঁজে পাওয়া ভার।
আমার মা!
মা নয়! আমার পাখি মা!
বাচ্ছারা উড়ে গেলেও মা মেলে রেখেছে ডানা…
আজও বাচ্ছাদের মুখে তুলে দিচ্ছে দানা।
এখানেও অন্ত্য মিলের ন্যাজামোড়া ফ্যাক্টরের সিঁড়ি
আলপথে পুকুরঘাটে ছোপছোপ ক্লান্তির দাগ
সিঁড়ি উজানী অনন্তকাল।
সেখানে শূন্য ঘর আগলে
দাঁড়িয়ে আছেন মা!
পাখি মা !






এখানে আপনার মন্তব্য রেখে যান