ইচ্ছে নদীর সাতকাহন

বুকের ভিতর বইতে থাকা নদী এখন

শুধুই বালুচর

নদীর জল! শুকিয়ে গেছে..

পাপড়িদল..?

বইয়ের ভাঁজে গুনছে দিন

অযুত কাল

বুকের ভিতর পুরনো ব্যথা

মনে হলেই;

রাত্রিদিন।

সচরাচর!

সকাল দুপুর রাত্রি নামে

পাঁজর ঘেঁষে বুকের খামে।

আকাশ ভরা নীলের ছোঁয়ায়

নিত্য মেঘের আনাগোনা

তবু কেন একলা তুমি?খুব একাকী!

মেঘগুলো তো চিরচেনা!

মেঘের বুকেই লিখতে পারো

হাজার কথা

মনের ব্যাথা

নীল কালিতে

আকাশ সমান শূন্যতা!

থাক না পড়ে চিঠির পাতা

এখন না হয় গল্প লিখো;

নদীর কাছে

নীলের কাছে

জলশূন্যতায় মেঘের কাছে

আমার কথা, তোমার কথা

ইচ্ছেমতন, যা-তা!

লিখতে পারো;

মেঘের কথা, নদীর কথা

তোমার আমার প্রণয় কথা

বৃষ্টি ঝরুক ইচ্ছেমতন

যাক না ভেসে কষ্ট গাঁথা

শূন্যতারই সাতকাহন।।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending