দেশান্তরিণী
(কবি শামীম আজাদ করকমলে)
তোমার নাম মনে আসে, গহীন গভীর হতে
একটা আস্ত লন্ডন ভেসে ওঠে শুক্লপক্ষের মতো,
ওখানে বাংলা ভাষা ট্রেনে চড়ে অফিসে যায়
ফিরে আসে নস্টালজিয়ার ব্যাগ হাতে !
তুমি লিখেছিলে-
শব্দেরা যেন পাসপোর্টহীন নাগরিক,
কেউ সীমান্ত পেরিয়ে কবিতায় আশ্রয় নেয়,
কেউ কেবল চোখের ভেতর অনুবাদ হয়ে থাকে।
ঠিকঠাক জানি না-
তুমি কবিতা লেখো, নাকি
কবিতা তোমাকে লেখে প্রতিদিনের পরবাসে।
বৃষ্টি পড়ে তোমার জানালায়,
সাথে সিলেটের মাটি উঠে আসে
ইংরেজি আকাশে পাখির মতো।
“ভাষা আমার দেহ নয়, অন্তঃস্থ নক্ষত্র।”
সেই দেহে জন্ম নেয় নদী
স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ভিজে যায় উচ্চারণ ধরে ধরে
কলমে জেগে থাকে মাতৃভূমি।
শিওরে অনন্ত উপনিবেশ নিয়ে
এখানে নারীও কবি হয়ে যায়…






এখানে আপনার মন্তব্য রেখে যান