শামীম আজাদ
শান্ত সুরমা কিংবা চন্দ্রালোকিত জোৎস্নাস্নানে হাকালুকি
মীরের ময়দান থেকে বেতার কেন্দ্রের অনুষ্ঠানমালা
মন পবনের নাও বয়ে চলে স্মৃতি স্বর্ণের শ্রীভূমিতে।
আজন্ম লালিত স্বপ্নের বীজ বুনে যাই বিলেতে
জানি আমার ঝুলি শূন্য, সেই শূণ্যতা সেও এক আকাশ….
দমকা হাওয়ায় দীপ নিভে গেলে, চরণ ধরিতে দিওগো মোরে।






এখানে আপনার মন্তব্য রেখে যান