কবি শামীম আজাদ- কবিতার ফেরিওয়ালা
কবি পাড়ায়, কবিদের কবি তিনি!
বিনীত বুকে ঈর্ষান্বিত প্রতিভার
বিশাল কাব্যকোষ।
শান্ত রবি’র প্রভা হতে ঠিকরানো আলোর
মতো সুখ্যাতি তাঁর,
মীমাংসিত বর্ণ অক্ষরে রচিত শ্লোকー
অতলস্পর্শ গভীর,
মলাটের ভাঁজে সংরক্ষিতー
দ্যুতিময় কাব্য-সাহিত্যের
পরিপূর্ণ জীবনবোধ।
আজন্মকাল সখ্যতা কবিতার ভূমে!
জাগতিক আবর্জনা দু’পায়ে মাড়িয়ে তিনি
হাঁটেন শুভ্রতার বলয়ে,
দরদী বুকে ধারণ করেন শেকড় মাটির টান।






এখানে আপনার মন্তব্য রেখে যান