বিষাদের গাঙচিল
১.
আকাশের দিকে যদি কভু হাত রাখো
উড়ে যাবে দূরে বিষাদের গাঙচিল
একটি হৃদয় আরেক হৃদয়ে মিশে
ভালোবাসা হবে বেদনায় ঘননীল।
২.
চোখের পলকে তিমির আলোকে যদি
ডাহুকের ডাকে জেগে ওঠে কোনো ভোর
তোমার ছায়ার গভীরে প্রথিত নদী
উথালপাতাল বিষাদের করিডোর।
৩.
স্বাগত জানাবে বোধের দরোজা থেকে
ধরণীর বুকে জেগে থাকা মহাকাল
তুমি কি তখনো গভীর নিশীথে একা
উড়ে যাবে দূরে বিষাদের গাঙচিল।






এখানে আপনার মন্তব্য রেখে যান