শব্দভুক
(কবি শামীম আজাদকে নিবেদিত)

সংঘাত জারি হোক- মহাজাগতিক শক্তিশালী কে
ধ্বনিত হ’লো শব্দরা… যাদের শেকলে বন্দী সভ্যতা-সকাল
মৃদু উচ্চারণে প্রতিটি ফ্ল্যাটের কামরা হয়ে ওঠে যৌথ খামার
অত:পর বিকিকিনিতে হেরে গেলে বিরহ-বিসংবাদ
শব্দ বিকিকিনিতে চুমো খায় সভ্যতা
যুদ্ধ নৃশংস স্বপ্নরাজ
উপমা খোঁজা অন্ধচোখে ও বেতসে আঁকা
মানবীর ঠোঁটে জমায় শোলক
প্রতিরাত কূজনে শব্দ জাগে
-জাগে অচৈতন্যে কিছু মানব শরীর
শব্দরাও নদী কিংবা জল-পত্র-রূপ-রঙে হাসে
শতাব্দীর করোটিতে শোষক সিংহাসন-
মানুষের সংঘাতে শব্দভুক ব্যবসায়ী দায়ী
আলোর নাচনে রশ্নি বিভাজন-কেড়ে নেয় সভ্যতা-সৃজন


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending