বিজয়ের বারতা
(প্রিয় কবি শামীম আজাদকে উৎসর্গিত)

মুসলমান হলেই কেন অযোগ্য?
প্রশ্ন তোলে যারা,
মানবাধিকার মুখে ধরে,
হৃদয়ে তাদের কারা?

জোহরান মামদানি যখন
জনতার আস্থায় ভর করে ওঠেন,
ক্ষমতার অহংকার তখন
নিজেই কাঁপে, ভেঙে পড়ে রথে।

ট্রাম্পের ইচ্ছা ফিকে হয়ে যায়
জনতার দৃপ্ত সিদ্ধান্তে,
প্রতসরগিত- বিশ্বে নেতা হয় সে-ই
মানবের মমতার বিন্দুতে।

এ বিজয় শুধু মানুষের নয়,
এ বিজয় রবের ইশারায়,
আল্লাহ ভালো কাজে রাজি,
সেই তাগিদ পথের পাশে দাঁড়ায়।

তাই আওয়াজ তুলেই যাও,
ন্যায়ের পথে ভয় কিসের!
মিথ্যা অহংকারের হাতশিল্প
আজ ভেঙে গেছে সময়ের দ্বার-পিসে।

ভালোবাসো মানবতাকে,
মানুষের কল্যাণই আসল ধর্ম,
এ বিজয় শান্তির, এ বিজয় সত্যের—
অমানবিকতার উপর চরম।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending