বাউলের পৃথিবী
এ পৃথিবী একদিন ধ্রুপদ সংগীত হবে
যেখানে সব সুর মিশে যাবে
আগামী দিনের কোন জীবন উৎসবে
মঙ্গল দীপে বহ্নি হবে ভালোবাসা
মমতার বীজে বোনা মাধবীলতার দল
অন্ধকার শুষে নেবে মাটির গভীরে
প্রজ্ঞার বাগানগুলো ভরে যাবে ফুলে।
একদিন এ দৃষ্টি পৃথিবীর সীমা ছাড়াবে
শুধু স্বপ্ন নয়, দূরের কোন নীহারিকায়
মানুষ খুঁজে পাবে নিজের প্রতিচ্ছবি
পূর্বপুরুষের পদচিহ্ন
হাসি কান্নার প্রতিধ্বনি।
তখন এ পৃথিবী হবে স্নিগ্ধ সমীরণ
কোন এক বাউল তার একতারা হাতে
প্রতিটি পাতার কানে মৃদুসুরে বলে যাবে
এ পৃথিবী একদিন বাউলের হবে ।
কবি শামীম আজাদ
যাঁর কবিতা বলে
রক্তের বদলে আলো
ঘৃণার বদলে ভালোবাসা
যাঁর কবিতায় মানবতা কোন সীমানা জানেনা।
জন্মদিনে অনেক শুভকামনা






এখানে আপনার মন্তব্য রেখে যান