কাব্য গীতি
(কবি শামীম আজাদের ৬০তম জন্মদিনে লিখা)


প্রথমে আল্লাহর নামে তার সুনামে কলম ধরিলাম
আছেন যত জ্ঞানী গুনী আদাব ছালাম।

শুনেন মনো দিয়া (২) কই ভাবিয়া তারি অন্ত আদি,
এই প্রবাসে সবার প্রিয় গল্প বলা দিদি।
নাম তার পরে বলি (২) বলাবলি সবার মুখে মুখে,
গল্প বলা দিদির নাম প্রবাসীদের বুকে।
বাড়ি সিলেট জিলা (২) জন্ম নিলা বাহান্ন খৃষ্টাব্দে,
সারাদেশ চষেন বাবার চাকরীর সুবাদে।
করেন এম,এ ডিগ্রী (২) প্রফেসারী ঢাকা কলেজে,
তারি মাঝে ব্যস্ত ছিলেন সাংবাদিকের কাজে।
সাথে লেখালেখি (২) দিয়া ফাঁকি স্বদেশ ভূমিকে,
পাড়ি দিলেন হিমেল দ্বিপের বিলাতের বুকে।

করেন শিক্ষকতা (২) মনে ব্যথা জন্মভূমির তরে,
তৃপ্ত হলেন এই প্রবাসে বি,এস,কে গঠন করে।
বৃটিশ মূল ধারায় (২) শাখায় শাখায় তারি বিচরন,
লেখক, কবি, স্টরি টেলার সর্বত্র গমন।
আসলো বিজয় ফুল বেজ (২) তারি আমেজ ছড়ায় বিশ্ব জুড়ে,
বাংলাদেশের বিজয় দিবস বিশ্ব স্মরণ করে।

এই বেজ তারি সৃষ্টি (২) মিস্টি মিস্টি কথা বলেন যিনি,
এই কবিতার কবি পাড়ায় কবিতা নন্দিনী।
তারি ভালোবাসি (২) রাশি রাশি প্রীতি সাধুবাদ
গল্প বলা দিদির নাম শামীম আজাদ।
তাঁরই সকল কাজে (২) সকাল সাজে প্রেরনাতে পাই,
তাঁরই জীবন সাথী ছিলেন প্রিয় আজাদ ভাই।
এইবার শেষের দিকে (২) খাদিজাকে ধন্যবাদ জানাই,

তিন মিনিটের গীতিকাব্য ইতি দিয়া যাই,
জানাই সভাসদে (২) শ্রেনীমতে ছালাম, ধন্যবাদ
শতবর্ষ বাঁচুন কবি শামীম আজাদ। সদা সুখী থাকুন।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending