শব্দের জন্মদাত্রী
মাটির গভীর থেকে জন্ম নেওয়া মানুষ তিনি,
তাঁর শিকড় ছড়িয়ে গিয়েছে আকাশের পরতে পরতে।
ভাষা তাঁর শোণিতে সঞ্জীবনিধারা,
উচ্চারিত হওয়ার আগেই শানিত হয় বিদ্রোহের বারুদে।
তাঁকে কবিতা লিখতে হয় না,
কবিতাই তাঁকে লিখে রাখে কালের পাতায়।
অভিবাসী আকাশের নিচে তিনি হাঁটেন
আন্তর্মহাদেশীয় স্বপ্নের পথে
মাতৃভূমি ও পরবাসের ইন্দ্রজালিক ধূয়াসায়।
তাঁকে নারীত্বে সংজ্ঞায়িত করা যায় না;
তিনি এক মহাকাব্যের জ্যোতি,
যার প্রতিটি নিঃশ্বাসে জ্বলে ওঠে স্বাধীনতার দীপ।
তাঁর কবিতায় ঘুরপাক খায় অভিবাসী হওয়ার স্মৃতি,
সময়-এর কান্না, আর নীরবতার জ্বলন্ত উচ্চারণ।
লেখার ভেতর ফোটে অন্ধকারে আলো জন্মানোর ইতিহাস।
শামীম আজাদ ,
একটি নাম, এক নিরন্তর যাত্রা,
যিনি নিজেকে খুঁজে পান শব্দের গর্ভে,
আর পৃথিবী তাঁকে চেনে
ভাষার এক অনিঃশেষ শব্দদাত্রী হিসেবে।






এখানে আপনার মন্তব্য রেখে যান