প্রহসন
রাতের আঁধারে আটকে আছে সুবর্ণ সকাল…
চালবাজ চত্বরে, কুটচালে
হুংকার হাহাকারে
কানে ভাসে নির্বোধ কলস্বর!
আড়ালের দরকষাকষি
ধুসর চেয়ার
কথা ও কানুনের চতুর বয়ান
কান্নার নির্ধারিত প্যাকেজ
হারানো সত্যের অর্জন
তাকেই খুঁজছে মাটি খুঁড়ে….
চারপাশে উশখুশ,অহেতুক উদগ্রীব
মস্তিষ্কে পেরেক ঠুকে, সতীর্থ জিভ






এখানে আপনার মন্তব্য রেখে যান