বিজয় ডিসেম্বর- ২০২৫
ডিসেম্বরের নাম পাল্টে রেখেছিলাম বিজয়ের মাস,
উদগমনের সেই মাহেন্দ্রক্ষণ থেকে—এ নামেই ডাকি তাকে
সেও কিন্তু সাড়া দেয় লাল-সবুজের দীপাবলি জ্বেলে
ষোড়শ পত্রটি যেন মায়ের উদ্দীপ্ত শাড়ির আঁচল,
পুরো মাসের বুকজুড়ে বসিয় রাখে নক্ষত্রের হাট…
বিজয়ফুল উড়তে থাকে আকাশ বাতাস মন্থিত করে—
রাগের রাজা ভৈরব বেজে যায় প্রতিটি ভোরের এস্রাজে
তিরিশ লক্ষ শহীদ জেগে ওঠে রক্ত সরোবর পেরিয়ে
সম্ভ্রম-যোদ্ধা দুলক্ষ মা-বোন ফিরে পায় হৃতগৌরব!
তুমি মানো কি,না মানো— কিচ্ছু যায় আসে না—
খাণ্ডবদাহন শেষে জানি,পুনরায় জেগে উঠবে ইন্দ্রপ্রস্থ
আমৃত্যু আমরা স্বাধীনতার পিপাসার্ত পথিক,
একাত্তরের মুক্তিযুদ্ধ— আমাদের বৈষম্যহীন ঠিকানা
শুধু জেনে রাখো এইটুকু পরিচয়!






এখানে আপনার মন্তব্য রেখে যান