ভয়ানক ভয়ের কথা
এ-কেমন দৈন্যদশা
কোথাও আলো নেই
এতোটুকু ভালো নেই
সাদা নেই কালো নেই
ঝাপসা —দুসর চোখ
দেখি’নি আপন লোক
পাশে ঘুরে মাছি আর মশা ,
এ-কেমন দৈন্যদশা !
এ-কেমন আজব হাল
নেই লয় নেই তাল
চারদিক বেসামাল
কোথাও প্রাণ নেই
দুখে পরিত্রাণ নেই
আজি-এ-দুয়ারে খাড়া
অচেনা আকাল,
এ-কেমন আজব হাল!
সহসা-ই বড়বেশী
একা-একা লাগে ,
এই —দারুণ শৈত্যের মাঘে,
মনে-জাগে ভয়
কী-ছিলো বিজয়
আমাদের অর্জনে?
হায়েনা’রা খামছে খাচ্ছে মা-মাটির বুক,
আমি দাঁড়াতে পারছি’না পিতার ভিটেয়— কী করে বহন-করি এই-শোক!
অপরিচিত কিছু শুয়োরের বিচ্ছিরি গর্জনে,
কী-ছিলো বিজয়
আমাদের অর্জনে…






এখানে আপনার মন্তব্য রেখে যান