শানিত শপথ
পা হড়কে পড়ে গেছি
রাত্রির খাদে অকস্মাৎ
যেখানে মুক্তির আরাধনায়
মানুষ , এখনো নিভৃতে কাঁদে
রক্তের ফেনিল স্রোতে
খোঁজে ফিরে হারানো স্বজনের স্মৃতি …
এই কৃষ্ণকায় পথে
আমার অনাগত দৃষ্টি
রচনা করে চলেছে নির্মল আলোর সেতু
এই সেতু বেয়ে-
আমার সন্তানেরা একদিন
নিকষ অন্ধকার দেবে পাড়ি
ওরা এই ক্ষীণ আলো দেখে দেখে
বিদ্যালয়ে যাবে আঁধারের ব্যারিকেড ভেঙে
কুড়িয়ে কুড়িয়ে তুলবে রক্তাক্ত অক্ষর
যা বায়ান্নে ভিজে ছিলো শহিদের উষ্ণ রক্তের ফোটায়
৭১এর নাড়িছেঁড়া ক্ষত চিহ্ন দেখে
শিকড়ের খুঁজে দ্বিধাহীন চেতনায়
নেমে যাবে শোণিত সায়রে
নিদ্রাহীন সমুদ্র বড় উন্মাদ,
নির্বিকার ,ঢেউ বুকে তার ,জিঘাংসার !
অস্তিত্বের দাবি নিয়ে যারা সমুদ্রে নামে
তাঁদের মুক্তির উদ্যত দুটো হাত একদিন
ঢেউয়ের মস্তক চূর্ণ করবে ৭১এর শানিত শপথে






এখানে আপনার মন্তব্য রেখে যান