প্রেম কত দূর

কত দিন রাতে কত কথা সাথে হেঁটেছি পৃথিবী পথে,
কত চাঁদ মাতে তোমার খুশিতে কত স্বপ্নের রথে !
কত ফাঁদ পাতে স্বার্থের ঘাতে ধূর্ত সময় যত,
কতটা জীবন ঢেলে দিলে হয়, শাজাহান শত শত !

কত কান্নায় হীরা বন্যায় প্রেমের কাব্য হয়,
কত বিরহের সাগর সেঁচে তা, হৃদয়ে আসন লয়!
কত হিসেবের পাতাল ঘেঁটে যে, তবে হয় প্রেমময়,
কতটা আকাশ জোড়া দিলে তার ডানাটি দীর্ঘ হয় !

কত স্বপ্নের মমিতে তোমার পিরামিড প্রেম হাসে,
কতটা ফারাও রাজ্য দিলে যে, ফিনিক্স পাখিটি আসে !
কত সময়ের জাহাজ ডুবালে ব্যবিলন পুনঃ ভাসে,
কতটা সীসার প্রাচীর বানালে আজীবন র’বে পাশে !


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending