
মেয়ে মানুষ
মেয়ে মানুষ ছাড়া বাড়ি মানায় না
গাড়ি মানায় না
শাড়ি মানায় না
হাহাকারে যেন খাঁ খাঁ মনে হয় সব সময়
মেয়ে মানুষ মানে বাড়ি ঘর
মেয়ে মানুষ মানে শক্তিধর
মেয়ে মানুষ মানে স্বস্তিকর পূর্ণতা
মেয়ে মানুষ নেই প্রেরণা নেই
মেয়ে মানুষ নেই সুখ নেই
সাহস নেই সমৃদ্ধি নেই
অসুন্দরের আনাগোনা
মেয়ে মানুষ মানে ভারসাম্য ভুবনের
মেয়ে মানুষ নেই প্রেম নেই
মেয়ে মানুষ নেই আপ্যায়ন নেই
আলো নেই শুধুই যেন অন্ধকার
মেয়ে মানুষ আছে ফুল আছে সুবাসিত সুন্দর
মেয়ে আছে জীবন বহমান অর্থবহ
মেয়ে মানুষ ছিল না আদম অসম্পূর্ণ ছিল
মেয়ে মানুষ আছে সব আছে
হিপ হিপ হুররে






এখানে আপনার মন্তব্য রেখে যান