নদী
একেকদিন প্রবল ঝড়ের মুখে পড়ি
নৌকা টলোমলো
পরের মুহূর্তে থাকব কি না
সত্যিই বোঝা যায় না
আবার একেকদিন
সেই নদীই কী অপরূপ শান্ত
সূর্যের আলো পড়ে নদীর জল
চিকচিক করে
মৃদুমন্দ হাওয়া
প্রেমিকার প্রথম পরশের মতো
একই নদী
অথচ কত যে তার রূপ
অবাক হয়ে ভাবি
নদী কিন্তু কিছুই এসব ভাবে না অতশত
ছলাৎছল,ছলাৎছল
সে বহে চলে
আপন খেয়ালে…






এখানে আপনার মন্তব্য রেখে যান