অভীপ্সা
এতকিছু দৌরাত্ম্যের ভিতর
আমাদের মহাশূন্য দশকের পার্ক –
তার বুকের উপর একটিও ফাঁকা বেঞ্চ নেই
যার এক কোণে বসে আছে একা সাইলেক-প্রেমিকা
বর্ষার দিকে চেয়ে যে নদীটা
মাটি কামড়ে পরে থাকতে জানে
তার ব্লাউজের নীচে বালি-মাফিয়ার
প্রবাসী বাংলো , চুষে নিলো শ্যাওলার জেদ
কালো টিপ আর দু-গাছা আদর থেকে
হেঁটে হেঁটে আসা প্রেমিকের হাসি,
শিবের গাজন গাছে পাখি হয়ে গেলে
প্রেমিকারা ঠোঁটে খড় নিয়ে উড়ে যায় কই ?
ছেঁড়া ছেঁড়া এ’সব বন্ধ দরজাকে পেছনে ফেলে
এগিয়ে যাচ্ছি অনির্দিষ্ট মোড়ের সম্ভাব্য বেড়াল জন্মের দিকে
যার ফুটপাথে হোমলেস প্ল্যাকার্ডের আড়ালে
ঠোঁটে ঠোঁট রাখা যায়,
তৃষ্ণার জি-স্পটে রেখে আসা যায় লেনিনের লাল ।






এখানে আপনার মন্তব্য রেখে যান