মাদক
১.
শীতলক্ষ্যার বুকে চাঁদ ডুবে জ্যোৎস্না মাখে
ঠিক যেন মাদক হরবোলা।
তোমার বুকে ফুটে থাকে মহুলফুল,
কাঠবাদামের গন্ধ আসছে আজ।
ওগো মাদক হরবোলা-
প্রিয় সঙ্গম পুরুষ, জলজ্যোৎস্নার দিনে
চাঁদের পিপাসা খাও–
২.
দ্রোণবৃক্ষে ঋণ থেকে যায়।
অর্জুন দক্ষ অতি।
মৎসহীন চোখে,
বিদ্ধ করে পুষ্প, সংহার।
নারী চায় তেজস্বী বাহুর আধার






এখানে আপনার মন্তব্য রেখে যান