চিহ্ন না রেখে
কোথাও কোনও চিহ্ন রাখা যাবে না
না পায়ের না হাতের না হৃদয়ের;
তাতে আড়ালে যাওয়া সহজ হবে
কারণ ধরে নিবেন আপনি একদিন
আকাশের সীমানা থেকে সরে যাবেন
তখন যেন মেঘ আপনাকে খুঁজে না পায়
বৃষ্টিও আপনাকে যেন না ছুঁতে পারে!
আপনি বুদ্ধিমান, তাই পদচিহ্ন রাখবেন না কোথাও
না হৈমন্তিক বিকেলের ছায়ায়, না গোধূলীর লালিমায়।
আপনি কৌতূহল প্রিয় হলেও সতর্ক থাকবেন
নিজেকে এমন ভাবে লুকিয়ে রাখবেন
কেউ যেন কোনও দিন আপনার সন্ধান না পায়!
আপনি অনেক বুদ্ধিমান এ কথা সত্য;
তবে একদিন নিজের মনকেই ঘুরিয়ে প্রশ্ন করবেন
কেউ কী আপনার আপন ছিলো?
কিংবা আপনিই ছিলেন কারো বা আপন?
শুনুন এ প্রশ্নেও কোনও স্বাক্ষী রাখবেন না আপনি
সেটা চোখ মুখ ছায়া আর হৃদপিণ্ডই হোক
আপনি যাতে সহজে ফিরে যেতে পারেন নিজের বিবরে
সত্য সুন্দর পবিত্রকে অস্বীকার করে দূরে, বহু দূরে
সেজন্য নিজের ছায়াকেও দূরে সরিয়ে রাখুন সন্তপর্ণে!






এখানে আপনার মন্তব্য রেখে যান