অতিবাহন
পায়ে দীর্ঘ পথচলার উল্কি
ছুঁয়ে দেখি সেমেটিক রেখা
দুর্ধর্ষ গন্ধ!
চোয়ালের দৃঢ়তায় সুমেরীয় শৈলী
ইউফ্রেতিসের কোল ঘেষে
যে সব ঘাস উদগত হয়েছিলো
তার সবুজতা বুকে ঢেউ তোলে।
ঠোঁটের সেই পবিত্র শব্দ
বর্ণে ছন্দে ছবি আঁকে।
অভিজ্ঞতা ইতিহাস
লেপ্টে আছে ফিনিশিয় অবয়বে।
সভ্যতা,
পৃথিবীর বুক চিরে এফোঁড় ওফোঁড়
পাল তুলে চলেছো এগিয়ে
ধুলো কাদা মেখে
অক্ষরে,জ্ঞানে,শিল্পে
অজ্ঞাত সম্মুখে।






এখানে আপনার মন্তব্য রেখে যান