মর্মমূলে কামড়

মেয়েটি ছিল পাতার আড়ালে আরেকটি সবুজ পাতা 
ঝিকমিক আলোয় করছিল চিকচিক 
তার সবুজ চোখ,চুল এবং সর্বাঙ্গ।
সোঁদামাটির পেট ফুঁড়ে বেরিয়ে আসা
দূর্বাঘাস ছিল সে। 
আমরা যত্নকরে তার সবুজ কেশ দিয়ে ছাইলাম
গৃহের ছাউনি 
সবুজ চোখ দুটো ঢেকে
দূরের জানালার পর্দা দিলাম
এবং 
নিত্যই আঙিনায় গরু চরালাম
লোভনীয় দূর্বা খাওয়াতে।
আজ আমরা মহাখুশি অন্ধকার ঘরে 
আজ আমরা  স্বাস্থ্যবান খাঁটি দুগ্ধ পান করে। 
সবুজ অকেজো পাতা পুড়িয়ে 
দাঁতের চমৎকার মাজনে আমাদের বিষদাঁত 
কী অসাধারণ ঝকঝকে। 
এখন এইসব ধারালো দাঁতে স্বচ্ছন্দে কামড় বসাতে পারি 
জয়নুলের খাতায়
সুলতানের পাতায়
নভেরার মজ্জায়
আর রমনার বটের গোড়ায়।

নববর্ষের কবিতা


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending