
পাথর যুগ
অবাক হয়ে দেখি চলে এসেছে আরো এক পাথর যুগ- তাকালেই লাল হয়ে যায় অগণিত চোখ; জামার ভেতর কিলবিল করে অজস্র জিভ নদীতে ভেসে যাওয়া মরার ভেতর কিড়ার মতো। কিছুই যাবে না বলা- মাথা ঝুলিয়ে অভিবাদন জানাতে হবে, আঙুল খুলে, চোখ তুলে যত্ন করে রাখতে হবে শোকেসের তাকে। ঘাড় দিয়ে সাপ নামবে, জল গড়াতে থাকবে, রক্ত কালচে রঙ ধরবে অব্যবহিত কমেটে যেমন হয়। নবোপলীয়, পুরোপলীয় পাথর যুগ নয়; একেবারে রক্ত-মাংসের তাজা পাথর যুগ!
ময়লা
অনেকেই ঠিকানা খুঁজে নর্দমায় ভেসে চলা ময়লার মতো। ধীরে ধীরে শেকড় ছড়ায় আশপাশে। একদিন জমাট বেঁধে নর্দমাকেই গুম বলে ঘোষণা করে। ময়লা তখন পুরোপুরি এক একটা মানুষের আকার ধারণ করে।






এখানে আপনার মন্তব্য রেখে যান