
ছায়া শরীর
একাকিত্বের সমুদ্রে সেই যে ডুবেছি
আর উঠতে পারিনি
কেটে গেছে সহস্রকাল।
চলতি পথের শূন্যস্থান পূর্ণ হয়েছিল
বিকল্প শব্দে
শব্দের প্রাচুর্যতায় অতি অল্পে
রক্তাক্ত হৃৎপিণ্ড
“উপেক্ষা, অবহেলা ও কষ্ট”ーতিন যমজ
একত্রে হাঁটে প্রতিবেলায়
চুরচুর হাড়ের ব্যথায় নুয়ে পড়ে
উচ্চতার মাপ
সহস্রকালের ঋজু শরীর খাটো হতে হতে
ছায়া হয়ে যায়..






এখানে আপনার মন্তব্য রেখে যান