বিজয় গৌরব

বিজয় আমায় দিয়েছিলো
এক ফালি বাঁকা চাঁদ
যার স্বল্প জোছনায়
আমি স্বপ্ন বুনে যাই।

কিন্তু হঠাৎ স্বপ্ন ভাঙে;
কাকেদের কর্কশ স্বরে
বাংলার ভুল উচ্চারণে
বিজয়ের রাতে
বিদেশী গানের সুরে।

এভাবেই বুঝি বিজয়
নিশ্চুপ হয়!
আর হারাতে থাকে;
তার স্বাধীনতা;
বিজয় গৌরব গাথা।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending