চাঁদকে হাসতে দাও
ঈদ আনন্দ মিশে আছে আজ,
আগুন পোড়া গন্ধ হুতাসে।
ছেয়েছে আকাশে বাতাসে
আর আমাদের সবার নিঃশ্বাসে।
তবুও ঈদের চাঁদ দেখ, হাসে –
আনন্দের বারতা সকাশে,
তোমার আমার ভুলে- এক হয়ে,
কাঁধে কাঁধ মেলাবার উচ্ছ্বাসে।
মিলি সব ঈদগাহে, মসজিদে
দুহাত তুলে নামাজের শেষে,
মোনাজাতে প্রতিজ্ঞা করি,
ঘৃণা নয়, চলি ভলোবেসে।
জানি ঘৃণা জন্ম দেয় ঘৃণার,
সৃষ্টি করে হিংসা আর বিবাদ।
সমাজ গোষ্ঠীতে আনে বিভেদ,
নষ্ট করে তা জাতির আবাদ।
হিংসা-বিভেদ ক্যান্সার- ছড়ায় লোভ,
মানব জাতিতে পদদলন।
অসীম ক্ষতিতে বিশ্ব নিঃস্ব,
পৃথিবীতে তাই রাজ করে ক্ষোভ।
মানব ইতিহাসের এই ক্ষত
নিঃস্বতার অঙ্গার, জ্বলে ধিক ধিক!
আজ ঈদ-নামাজে নাও প্রতিজ্ঞা,
নিভাবে সব ঘৃণার আগুন ঠিক!
চাঁদকে হাসতে দাও, বাতাসে ভাসুক কুসুমের প্রেম সুবাস।
ভুলি ঘৃণা-দ্বেষ-লোভ, রণিত হোক আজ সত্যের প্রতিভাস!






এখানে আপনার মন্তব্য রেখে যান