দূর শহরের কবিতা
ফুটেছে ম্যাগনোলিয়া বাগানে বাগানে
পরের শহরে…
ড্যাফোডিল এসেই যেন বলে গেলো যাই…
কাঠগোলাপের দিনে
চেরিফুল ফুটিবার দিনে
আমারে পাঠিও ডাক শিমুলে পলাশে…
তোমার শহরে আমি ফিরে যাবো একদিন
জারুল ফোটার দিনে
গেন্ডা ফুল ফুটিবার দিনে…
তুমিও থাকিও ভালা এই আমি বিনে
আমারে পাইবা তুমি পুষ্প ফোটা দিনে






এখানে আপনার মন্তব্য রেখে যান