এমনই তো হবার কথা ছিল

কালো মেঘ দেখে ভেবে ভেবে অবাক হই
বিচিত্র রংধনুর কী বিস্ময়কর সাতটা রঙ!
সূর্যের পোলারাইজড আলোর ক্রমবিন্যাসে
কিভাবে ভালোবাসারা উজ্জ্বলতা ছড়িয়ে দেয়
সুনির্মল আকাশের প্রান্তলাগা নিভৃত গায়।

সেই মুহূর্তে সূর্যদেব যেন আলোক বিনয়ী হয়
আর সদ্য স্নানরত বিনীত নম্র ভদ্র বায়ুমণ্ডল
কেমন উৎসাহ নিয়ে তাতে শৈল্পিক সারা দেয়,
রবির শিল্প দীপ্ত আলোর উৎসবমুখর খেলায়।

নিত্য আমাদের এই যে বিভেদ বৈষম্য মিশ্রখেলা
এই হারাই এই পাই এই সত্য হয় বেলা অবেলায়।
কখনো আলোর মতো উদ্ভাসিত হয় উদার কুসুম প্রাণে
আবার হঠাৎ ক্ষোভে উত্তাপে জ্বলন্ত গলিত অগ্নি লাভা
পুড়ে পুড়ে প্রবাহিত হয় নরম হৃদয়ের দীর্ঘ জমিনে।

জানি এমনই তো হবার কথা ছিল জন্মসূত্র থেকে।
একটু করে জমাকৃত ভালোলাগার টিলা থেকে পাহাড়
আর কাছে পাওয়া হৃদয় উষ্ণতার উত্তাল সমুদ্র তরঙ্গ
থমকে যাবে দূষিত সময়ে বাতাসের প্রবল বায়ুচাপে।


Discover more from Shikor

Subscribe to get the latest posts sent to your email.

এখানে আপনার মন্তব্য রেখে যান

Trending