চারপাশে ঝুলে আছে লাজুক আকাশ
চাপ এবং নাগরিক ক্লেদটুকু এড়িয়ে গেলে
এই মেঘলা দুপুর বেশ উপভোগ্য –
ব্যর্থতাগুলো নদীজলে ভাসিয়ে
কে ফেরাল ভালোবাসার অভিমুখ
মায়াপৃথিবীর এতোএতো মায়া
কোথা থেকে খুব নিরিবিলি যেনবা স্বপ্নের ভেতর
গায়ে এসে লাগছে মিহি পরাগের ছোঁয়া
কানে এসে বিঁধছে বর্ষার ‘পিক’, বসন্তের ‘কুহু’
চারপাশে ঝুলে আছে লাজুক আকাশ !
যেন এই মেঘলা দিন উড়ে যাচ্ছে
সেই মেঘলা দিনের দিকে
উড়ে যাচ্ছে একটি বসন্তকুড়লা পাখি,
ঠুকে যাচ্ছে কাঠঠোকরা অবিরাম
একটি ভীরু চুম্বন এসে লাগছে ঠোঁটে আর
জ্যোৎস্না ভেঙে পড়ছে আমাদের গায়ে ।
একটি গোলাপি শহর ঢুকে যায়
একটি অজ নিসর্গের ভেতর
একটি মেঘলা দুপুর গড়িয়ে যায়
আরেকটি মেঘলা দুপরের ভেতর ।
চাপ এবং নাগরিক ক্লেদ এড়িয়ে গেলে
মায়াবতী এই পৃথিবী যথার্থ সুন্দর !






এখানে আপনার মন্তব্য রেখে যান