যে জ্যোতিকে কালের সমীপে
কে তুমি ঝড়ের বুকে লিখে যাও বিনয়ের গান
ফিরে পাওয়া জীবনের দুই তীরে সাজিয়ে বৈশাখ
অধীনস্থ আলোগুলেো সেই সুরে বাজায় যে ঢাক
কে সাজে- কে সাজায়,জলঘোরে প্রেমের প্রমাণ।
.
চিরকাল ধরে রেখে যে জ্যোতিকে কালের সমীপে
বলেছি,তুমিও থাকো পাশে পাশে বিজলী প্রভাতে
হাঁটো,আর পথ চলো- সর্বজয়া স্মৃতিদের সাথে
তোমাকে নিয়েই বাঁচি,যাই যদি অন্য কোনো দ্বীপে।
.
সেখানেও তোমাকেই ধারণের অভিজ্ঞান জেনে
মহানন্দা নদীটিকে বলে দেবো,কীভাবে নবধ্যানী পাখি-
ঝড়গুলো ভেদ করে নাম ধরে করে ডাকাডাকি
হালখাতা খুলে রেখে-;অপেক্ষায় আকুল পরাণে।
.
বোশেখ মানেই জানো,ছুঁয়ে দেখা পাতার যৌবন
পরাগের খোলা চোখে কিছু ঘুম,আর কিছু প্রিয় মৌনমন।






এখানে আপনার মন্তব্য রেখে যান